সুনীল
হালিমা খাতুন
"""""""""""""'"
সুনীল কেমন আছো তুমি?
বহুদিন পর -
বুকের ভেতর লুকিয়ে থাকা ব্যথাটা-
কেমন যেন চিনচিন করে উঠছে,
বহু বছর-
হ্যা,এক যুগ প্রায় হবে তো।
হালিমা খাতুন
"""""""""""""'"
সুনীল কেমন আছো তুমি?
বহুদিন পর -
বুকের ভেতর লুকিয়ে থাকা ব্যথাটা-
কেমন যেন চিনচিন করে উঠছে,
বহু বছর-
হ্যা,এক যুগ প্রায় হবে তো।
মেহেদি পাতার রঙ্গে
রক্তিম করেছিলে আমায় তুমি,
অনেক কেঁদেছিলাম সেইদিন,
কাউকে দেখাতে পারিনি-
কিভাবে ক্ষতবিক্ষত করেছিলে হৃদটাকে।
রক্তিম করেছিলে আমায় তুমি,
অনেক কেঁদেছিলাম সেইদিন,
কাউকে দেখাতে পারিনি-
কিভাবে ক্ষতবিক্ষত করেছিলে হৃদটাকে।
মাধবী লতার মতো
জড়িয়ে থাকলে চেয়েছিলাম তোমার বাহুডোরে,
অনেক ভালোবেসেছিলাম তোমায়,
ঘর বাঁধতে চেয়েছিলাম তোমার সাথে,
কিন্তু তুমি বললে-
এটা নাকি পাগলের পাগলামী।
জড়িয়ে থাকলে চেয়েছিলাম তোমার বাহুডোরে,
অনেক ভালোবেসেছিলাম তোমায়,
ঘর বাঁধতে চেয়েছিলাম তোমার সাথে,
কিন্তু তুমি বললে-
এটা নাকি পাগলের পাগলামী।
সেইদিন নিরবে
মেনে নিয়েছিলাম পরাজয়,
বন্ধ করেছিলাম মনের কপাট,
হ্যা,নিজেকে -
নিজেই দিয়েছিলাম বলি,
নির্বাসিত হয়েছিলাম আপন ভূবন হতে।
মেনে নিয়েছিলাম পরাজয়,
বন্ধ করেছিলাম মনের কপাট,
হ্যা,নিজেকে -
নিজেই দিয়েছিলাম বলি,
নির্বাসিত হয়েছিলাম আপন ভূবন হতে।
আজ কেন জানি-
বারবার সেই তোমাকে মনে পড়ছে,
ইচ্ছে করছে জানতে-
আমাকে ছাড়া কেমন আছো তুমি?
নিশ্চয়ই খুব ভালো আছো,
ভালো থাকার জন্যইতো সেইদিন
ইতি টেনেছিলে খেলাঘরের।
বারবার সেই তোমাকে মনে পড়ছে,
ইচ্ছে করছে জানতে-
আমাকে ছাড়া কেমন আছো তুমি?
নিশ্চয়ই খুব ভালো আছো,
ভালো থাকার জন্যইতো সেইদিন
ইতি টেনেছিলে খেলাঘরের।
সুনীল -
সত্যি কি তুমি ভালো আছো?
নাকি আমার মতো
হরদম ভালো থাকার অভিনয় করছো।
সত্যি কি তুমি ভালো আছো?
নাকি আমার মতো
হরদম ভালো থাকার অভিনয় করছো।
0 Comments