পিশাচকন্যা পিশাচকন্যা – তিনগোয়েন্দা। সেবা প্রকাশনী ০১-০৫. অলৌকিক ভাবে ক্ষমতাটা পেয়ে গেছি পিশাচকন্যা – তিনগোয়েন্দা ০১. হঠাৎ করেই, প্রায় অলৌকিক ভাবে ক্ষমতাটা পেয়ে গেছি আমি, রিটা গোল্ডবার্গ বলল। কিভাবে পেয়েছি, জানতে চাও? চাই, বলে মুসা আর জিনার দিকে তাকাল রবিন। নীরবে মাথা ঝাঁকাল মুসা। জিনা বলল, বলো। একেবারে গোড়া থেকে? হ্যাঁ, মাথা ঝাঁকাল রবিন। আমরা অনেক চিন্তা-ভাবনা আলাপ-আলোচনা করে একমত হলাম, কিশোরের ব্যাপারে কেউ যদি কোন সূত্র দিতে পারে, সে তুমি। ওকে খুঁজে বের করতে হলে সূব তথ্য আমাদের জানা দরকার। কিছুই মিস করা চলবে …
Social Plugin